Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন


স্টাফ রিপোর্টার ঃ 

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান। সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি এক ধরনের শিক্ষা যা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহা. নাসির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-অঞ্চলের আওতাভুক্ত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার খেলোয়াড় ও ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ক্রীড়াবিদদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের ঝলক। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো উপ-অঞ্চলভিত্তিক এই প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়রা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠানে অতিথিরা তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করেন এবং প্রতিযোগিতার সফলতা কামনা করেন। 

 

 


 

Post a Comment

0 Comments