প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ থেকে বিদেশী মদ সহ গ্রেফতার ২


 


চরকা ডেস্ক ঃ

ময়মনসিংহের ফুলপুরে  র‌্যাব ১৪ আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) মধ্য রাতে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেছে ।

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কোম্পানির আভিযানিক দল ০২ অক্টোবর ২০২৫ খ্রি. অনুমান ০১:২০ টার সময় ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন দিও সাকিনস্থ ময়মনসিংহ-ফুলপুর পাকা সড়কের পূর্বক পাশে উত্তরা পাম্প এর উত্তর পাশে জনৈক এমদাদুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার ধৃত মাদককারবারি ১। হাসানুল হক তুষার(১৯) এবং ২। আরিফুল ইসলাম(২০), উভয় জেলা-ময়মনসিংহ দ্বয় দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করতে সক্ষম হয়। পালানোর কথা জিজ্ঞেস করলে তারা সদুত্তর দিতে পারে নাই। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের হেফাজত হতে ১০(দশ) বোতল বিদেশী মদ ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য মদের বাজার মূল্যে আনুমানিক ৮০.০০০/-(আশি হাজার) টাকা।

র‌্যাব ১৪ মিডিয়া অফিসার জানায় আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মাদককারবারি উদ্ধারকৃত আলামত ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments