প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গারো তরুণী (১৬) ধর্ষণের শিকার প্রধান আসামীদের গ্রেফতার


চরকা রিপোর্ট

ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো তরুণী (১৬) ধর্ষণের শিকার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ   

ভিকটিমের মা বাদী লিখা চাগু (৪৫), গত ৩০ সেপ্টম্বর  বিবাদী ১। আবুল বাশার (২২), পিতা-আজাহা , ২। মিলন মিয়া (২১), পিতা- জুয়েল মিয়া, উভয় সাং-জগু লী নয়াপাড়া, থানা- হালুয়াঘাট, জলা-ময়মনসিংহ সহ অজ্ঞ তনামা ০১ জনের বিরুদ্ধে লিখিতভাবে  অভিযোগের পর হালুয়াঘাট থানায় মামলা নং- ২৮, তারিখ- ৩০/০৯/২০২৫, ধারা- নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধীত অধ্যাদেশ ২০২৫, ()/৩০;  মামলার বিবরণে প্রকাশ বাদীর মেয়ে (১৬) জগুলী ইউনিয়ন উচ্চ  বিদ্যা লয়ের নবম নীতে লখাপড়া করে। ০২ নং আসামী মিলন মিয়া বাদীর ময়ের পূব পরিচিত। সে সুবাদে ইং-২৯সেপ্টেম্বর সোমবার সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম (১৬) ২নং বিবাদী মিলন মিয়ার সাথে ইউরোপিয়ান র্পাক সহ আশপাশের এলাকায় সারাদিন ঘুরাফেরা করে। একই তারিখ সকাল অনুমান ০৭.০০ টকার সময় পূব পরিকল্পিতভাবে  বিবাদীরা  যোগসাজস করে ভিকটিম বাড়িতে পৗছে দওয়ার কথা বলে ০১ নং বিবাদী আবুল বাশারের অটো গাড়িতে ইউরোপিয়ান পার্কের সামনে থকে উঠায়। পথিমধ্যে  পরিকল্পনামাফিক ২নং বিবাদী মিলন অজ্ঞ নামা সহযোগী অটো গাড়ি থকে নমে যায়। পরবর্তীতে ১নং বিবাদী আবুল বাশার ভিকটিমকে বাড়িতে পৗছে দওয়ার নাম করে বিভিন্নস্থানে ঘুরাফেরা করে জগুলী নয়াপাড়ার দিকে নিয়ে যায় এবং একই তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় জগুলী নয়াপাড়া কায়জংখালী ব্রীজ এর পশ্চিম পাশে নিয়ে ভিক টমকে ইচ্ছার  বিরুদ্ধে জার পূবক ধষণ করে। পরবতিৃতে ০১ নং বিবাদী আবুল বাশার ভিকটিমকে বিভিন্ন  ভয়ভীতি দখিয়ে পুনরায় অটোতে উঠিয়ে একই তারিখ রাত অনুমান ১০.০০ টিকার সময় ০৯ নং ধারা ইউনিয়নের রুস্তমপুর সাকিনস্থ  খালের পাড়ে আকাশমনি গাছের নিচে নিয়ে পুনরায় ধর্ষণ  করে এবং ধর্ষণ   শেষে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় গামারিতলা মাড়ে ভিকটিম (১৬)কে রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়।স্থানীয় লাকজনের সহায়তায় ভিকটিম পরিবারের সাথে যাগাযোগ করে নিজ বাড়িতে যায় মর্মে অভিযোগের ভিত্তিতে জানা যায়। পরের দিন ভিকটিম তার মাকে নিয়ে  থানায় এসে অভিযোগ দায়ের করলে  মামলা রুজু করা হয় মামলা সূত্রপাত ধরে হালুয়াঘাট থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে গত ৩০ সেপ্টেম্বর রাতে রাতে জগু লী নয়াপাড়া এলাকা হইতে ২নং আসামী মিলন মিয়া (২১) কে গ্রেফতার করে বিজ্ঞ  আদালতে সোর্পদ করে  এবং অপরাধে ব্যবহৃত অটো গাড়ি টি  জব্দ ভিকটিম কে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেরণ করা হয়  আজ বুধবার  দুপুর ১৪:১০ ঘটিকায়  হালুয়াঘাট থানাধীন কুতিকুড়া এলাকা হতে এজাহারনামীয় ১নং আসামী আবুল বাশার (২২)কে গ্রেফতার করে হালুয়াঘাট থানাপুলিশ

অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবদুল্লাহ্ আল্-মামুন জানান ১ এবং নং আসামীদের গ্রেফতার করা হয়েছে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে । তদন্ত অব্যাহত আছে । 

 

 

 

Post a Comment

0 Comments