চরকা ডেস্ক : দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে আনন্দ-বেদনা এবং উৎসব মূখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিদায় দেয়া হলো দূর্গতি নাশিনী দূর্গা দেবীকে । হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজার সমাপ্তি হয়েছে। এর আগে বিজয়ার শোভাযাত্রা ময়মনসিংহ শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । এসময়. উপস্থিত আছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম ও পুলিশ সুপার কাজী আখতার উল আলম অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবদুল্লাহ্ আল্-মামুন এবং রাজনৈতিক ব্যাক্তিবৃন্ধ
আগামী বছর ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে ভক্তরা অশ্রু সজল নয়নে বৃহস্পতিবার দূর্গতিনাশিনী মা দূর্গাকে বিদায় দিয়েছেন,পাঁচ দিনের দুর্গোৎসবের শেষ দিনে মন্ডপে মন্ডপে দশমীর বিহিত পূজা অনুষ্ঠানের পর দর্পন বিসর্জন এবং শান্তি জল গ্রহনের মধ্য দিয়ে শাস্ত্রীয় বিসর্জন।
আর্যধর্ম ঞ্জান প্রদায়িনী সভার উদ্যোগে শহরের দূগাবাড়ি মন্দির থেকে আজ বৃহস্পতিবার বিকালে বিজয়ার শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রায় জেলা প্রশাসক মুফিদুল আলম,পুলিশ সুপার কাজী আখতাউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ গ্রহন করেন।
দেবী দূর্গার শান্তি প্রতিষ্ঠার লক্ষে প্রতি বছর শরতের মতো এবারও মহলয়ার দিন কন্যা রূপে মর্তলোকে এসেছিলেন সঙ্গে এসেছেন তার দুই মেয়ে লক্ষী,সরস্বতী,আর দুই ছেলে গনেশ ও কার্তিক, মাঝে কয়েকটা দিন ভক্ত,পূজারী ও দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরে আনন্দ উৎসবে মেতে উঠেন।
সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন; যার ফল হিসেবে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে। দেবী স্বর্গালোকে বিদায় (গমন) নেবেন দোলায় (পালকি) চড়ে; যার ফল হচ্ছে মড়ক আর এতে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারির প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। প্রতিমা বিসর্জন যাত্রায় নেচে-গেয়ে অংশ নেন নানা বয়সের ভক্তরা,এসময় দেবী দুর্গাকে শংখ উলুধ্বনি আর ঢোলের তালেতালে বিদায় জানান।
পুরাতন ব্রহ্মপুত্র নদের কাচারী ঘাটে বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ উপস্থিত থেকে প্রতিমা বিসর্জন প্রত্যক্ষ করেন।
ময়মনসিংহ শহরের বিভিন্ন পুজামন্ডপে পুণ্যার্থীরা নেচে-গেয়ে,সিদ্ধুর ও রং ছিটিয়ে, আনন্দোল্লাসের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে কাচারী ঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জন দেয়। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে ৭৮১টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহে প্রতিমা বিসর্জন উপলক্ষে পুরাতন বহ্মপুত্র নদের কাচারী ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়,হাজারো পূন্যার্থী ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনির মাধ্যমে তাদের দূর্গতিনাশিনী মা দূর্গা দেবীকে বিদায় জানিয়েছেন।
0 Comments