প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে ডেঙ্গু তে মৃত্যু ৯ আক্রান্ত ৬৭১ টেস্ট ফি দুই মাসের জন্য ফ্রী


চরকা রিপোর্ট ঃ

ময়মনসিংহে ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সিৃষ্টি হচ্ছে বাড়তি চাপ ডেঙ্গু ওয়ার্ডের ২৪টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ৬১ জন রোগী। গত সেপ্টেম্বরে ডেঙ্গু রোগে আক্রান্ত ৫৯৯জন এবং ২০ অক্টোবর পর্যন্ত ৬৭১ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। নগরীর বাউন্ডারি রোড, জিলা স্কুল এবং তার আশেপাশের এলাকা ডেঙ্গুর হটস্পট। এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ০৯ জন মারা গেছে।   ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসন গুরুত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্ঠা করছে ,শুধু মাইকিং করে  ডেঙ্গু প্রতিরোধ  সমাধান করা সম্ভব নয় বলে মনে করেন ময়মনসিংহ বাসী । এদিকে ডেঙ্গু টেস্ট ফি দুই মাসের জন্য ফ্রী করা হয়েছে এবং দরীদ্রদের জন্য বিনামুলে মশারী দেয়া হবে বলে বিভাগীয় উন্নোয়ন সভায় বিভাগীয় কমিশনার অবহিত করেন  

টাউনহল,চরপাড়া,বাউন্ডারি রোড, কেওয়াটখালী জেলা স্কুল, কাচিঝুলি, আকুয়ার, কালীবাড়ি মহারাজা রোড   গিয়ে দেখা যায়, চলছে বিভিন্ন ভবন নির্মাণকাজ। যত্রতত্র জমে আছে টলটলে পানি। এতে আশপাশের ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। জমে থাকা পানিতে উড়ছে মশা। এলাকাজুড়ে ড্রেনগুলোতে দেখা যায় একই চিত্র। এছাড়া নগরের সর্বত্রই  ড্রেনেজ সংস্কার চলছে বহুস্থানে ড্রেন অর্ধেক কাজ সম্পন্ন করে ঠিকাদার পলাতক রয়েছে । এসব নতুন ড্রেন থাকলেও পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়ে চলছে । তবে গত ১৮ অক্টোবর থেকে ১২ দিনব্যাপী  ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম এবং ৩৩ টি ওয়ার্ডে ভ্রাম্যমান মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম চলবে।এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন  গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনা মূলক বার্তা প্রচার এবং লিফলেটের বিতরনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চলবে। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম বাংলাদেশ  এর উদ্যোগে ময়মনসিংহ নগরীর সিকে ঘোষ রোডস্থ প্রেসক্লাবের সামনে ডেঙ্গু জ্বর সচেতনতায়  পথসভা অনুষ্ঠিত হয় এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন ডেঙ্গু ওয়ার্ডে। আক্রান্তদের বেশিরভাগই নগরীর নতুন বাজার এলাকা থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  ডেডিকেটেড ওয়ার্ডে ভর্তি নগরীর বাউন্ডারি রোড এলাকার জামান মিয়া বলেন, সিটি করপোরেশনের ডেঙ্গু মশা নিধনের কোনো উদ্যোগ নেই। আগে আমাদের এই নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন কোনো নজির নেই। বর্তমানের আমিসহ আমার এলাকায় ত্রিশজনের মতো আক্রান্ত হয়েছে। আমি ষষ্ঠ তলায় বাসায় থাকি, তারপর আমার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তিন দিন ধরে হাসপাতালে আছি। কালীবাড়ি রোডের ডেঙ্গু আক্রান্ত আসমাউল হুসনা বলেন কালবাড়ী রোডে সামনে ড্রেনটি সবসময় উন্মুক্ত মশার উপদ্রব বেশী কিন্ত সিটি কর্পোরেশন থেকে মশক নিধন কিছু ছিটিয়েছে আমি দেখিনি হাসপাতালে সিট না থাকায় ডাক্তরের পরামর্শে বাড়িতে চিকিৎসা নিচ্ছি ।

মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এস কে দেবনাথ বলেন ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের জন্য লার্ভা অনুসন্ধানে টিম কাজ করছে।এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের কার্যক্রম চলমান আছে। তিনি আরও বলেন মসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার অতিরিক্ত বিভাগীয় সচিব মোঃ মোখতার আহমেদ এর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন বহুতল ভবনের দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। ,

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় প্রতিনিধি বলেন, শহরে পরিস্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশা নিধন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ময়মনসিংহে গত সেপ্টেম্বরে ৫৯৯জন এবং ২০ অক্টোবর পর্যন্ত ৬৭১ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। নগরীর বাউন্ডারি রোড, জিলা স্কুল এবং তার আশেপাশের এলাকা ডেঙ্গুর হটস্পট। এ বছর ডেঙ্গু রোগে ময়মনসিংহে ০৯ জন মারা গেছে। তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও পর্যাপ্ত স্যালাইন মজুত এবং পূর্বে ডেঙ্গু টেস্ট ফি যেটা ৫০ টাকা ছিল, দুই মাসের জন্য সেটা ফ্রী বলে জানান তিনি।

 স্থানীয় সরকারের উপপরিচালক জানান, বাউন্ডারি রোড ও তৎসংলগ্ন এলাকা ডেঙ্গুর হটস্পট ঘোষণা এবং সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

 ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোঃ মোখতার আহমেদ ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডে এবং হটস্পটে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, দরিদ্র পরিবারকে মশারী প্রদান করা হবে।

 

 


 

Post a Comment

0 Comments