স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ
নগরের বলাশপুর থেকে আজ সোমবার দুপুরে ২৩
(তেইশ) বোতল বিদেশী মদসহ ০১ (এক) মাদক কারবারী গ্রেফতার করেছে র্যাব ১৪ ।
র্যাব ১৪ জানায় সিপিএসসি,
র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক
দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ অক্টোবর ২০২৫খ্রিঃ
অনুমান ১৪:০০ ঘটিকায়
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বলাশপুর সাকিনস্থ রেলক্রসিং এর পশ্চিম পাশে
হাজী মার্কেটের বিপরীতে হালুয়াঘাট ময়মনসিংহ পাকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশীকালে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা মুন্নি পরিবহন বাস তল্লাশী করে বাসের মালামাল রাখার বক্স থেকে সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। জিজ্ঞসাবাদে বস্তাটি ধৃত মাদককারবারী রাইসুল মিয়া (২৩),জেলা-ময়মনসিংহ এর বলে স্বীকার
করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে বস্তার ভিতর চাল ও চালের গুড়ার
মিশ্রনের মধ্যে হতে ২৩(তেইশ) বোতল
বিদেশী মদ, ২৯ (উনত্রিশ) কেজি চালের গুড়ার মিশ্রন এবং ০১ (এক) টি মোবাইল ফোন
জব্দ তালিকামূলে জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ২,৩০,০০০/-
(দুই লক্ষ ত্রিশ হাজার) টাকা।
ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মামলাদায়েরপূর্বক উদ্ধারকৃত আলামত সহ ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
0 Comments