চরকা রিপোর্টঃ
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রæয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ,ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে আজ রবিবার দুপুর ১২ টায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা । সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী এডভোকেট মতিউর রহমান আকন্দ ৫ দফার দাবি তুলে ধরে বলেন জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত , গণহত্যা ও দূর্নীতি বিচার এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ বাস্তবায়ন না হলে নির্বাচন সুষ্ট হবে না ।
এডভোকেট মতিউর রহমান আকন্দ আরো বলেন সকলদলের ঐক্যমতের ভিত্তিতে এবং জনসর্মথন নিয়ে এ সরকার গঠন করা হয়েছে । প্রশ্নমুক্ত নির্বাচন উপহার দেওয়ার লক্ষে প্রয়োজন পি আর পদ্ধতি, বাংলাদেশের ৫৪ বছর নির্বাচনে ১২ টি নির্বাচন সম্পন্ন হয়েছে । এর মধ্যে তিনটি নির্বাচন সুষ্ট হয়েছে । ঐ তিনটি নির্বাচনকেও রাজনৈতিববিদরা প্রশ্ন বিদ্ধ করেছিল । আমাদের নির্বাচনে সংস্কার প্রয়োজন সে লক্ষে পি আর পদ্ধতি । জামায়াত কথা বলে জনগণের মঙ্গলের জন্য । পৃথিবীর ৯১ টি দেশে পি আর পদ্ধতি চালু আছে । বাংলাদেশের ৩১ টি রাজনৈতিক দলের মধ্যে ২৬ টি দল পি আর পদ্ধতির সমর্থন দিয়েছে ২৬ টি দলের সঙ্গে ৭০ ভাগ জনগণের সমর্থন রয়েছে। সংবিধানে বলা আছে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে কোন পদ্ধতিতে হবে সেটি আইন ঠিক করবে । ডাকসু জাকসুর নির্বাচনের পর জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে আর বিএনপির হ্রাস পাচ্ছে । বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্কটে এ সঙ্কট থেকে পরিত্রানের উপায় হচ্ছে পি আর পদ্ধতি ।
জামায়াত নেতা আরো বলেন ৫ দফা বাস্তবায়ন না হলে আবার সৈরস্বাশক সৃষ্টি হবে,৫ আগস্টে দুই হাজার লোক নিহত হয়েছে ৪০ হাজার লোক আহত হয়েছে এর মধ্যে বহু শিশু নিহত হয়েছে । জুলাই সনদ এর ভিত্তিতে নির্বাচন না হলে জুলাই সনদের অবজ্ঞা করা হবে তাই জুলাই সনদের আইনের ভিত্তিতে দিতে হবে । পি আর পদ্ধতি নির্বাচন হলে কালো টাকা বন্ধ হবে ,দল বাণিজ্য বন্ধ হবে , । তিনি আরো বলেন ফেব্রæয়ারীতে নির্বাচন হবে জুলাই সনদ ভিত্তিতে অনুষ্ঠিত হবে, গুম খুনের বিচার হবে, এবং ১৪ দলের কার্যক্রমের নিষিদ্ধ হবে ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর আমীর মাওলানা কামরুল আহসান এমরুল এর সভাপতিত্বে আরো উপস্থি ছিলেন
শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, মহানগর জামায়াতের নাবেয়েব আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
0 Comments