Header Ads Widget

Responsive Advertisement

সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


 

স্টাফ রিপোর্টার ঃ

  
সালেসিয়ান সিস্টারর্স নার্সিং কলেজের শিরাবরণ, নবীনবরণ বিদায় অনুষ্ঠান জাকঝমক বর্নাঢ্য আয়োজনেঅনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে ভাটিকাশর পাদ্রী মিশনের আমা আচিক রাসং মিউজিয়াম হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের বিশপ পনেন পল কুবি সিএসসি ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রভেন্সি এর প্রভিন্সিয়াল সিস্টার মেরী জসিন্তা এস এস এম আই, ফাদার সিমন হাচ্ছা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং কলেজের অধ্যক্ষ সিস্টার দোলিনা দ্রং (লিয়া) ।অনুষ্ঠানে ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়ারি ৭ম ব্যাচে ৬১ জন, পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৪র্থ ব্যাচে ১৬ জনকে শিরাবরণ করা হয়। পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৫ম ব্যাচে ৩০ জন নবীনকে বরণ করা হয়। পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং ৪জন ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়া্ইফারি ৫৯ শিক্ষার্থীকে বিদায় সম্বর্ধনা দেয়া হয়।উল্লেখ্য ২০১৯ সালে ৮ই জানুয়ারি ৩০ জন শিক্ষার্থী নিয়ে নার্সিং কলেজটি স্থাপিত হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৬৬ জন। অনুষ্ঠানের ফাঁকে ফাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিস্মিপাল সিস্টার মেরী রানী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, মতিউল আলম, কলেজের শিক্ষকমন্ডলীগণ।
মতিউউল্লেখ্য ২০১৯ সালে ৮ই জানুয়ারি ৩০ জন শিক্ষার্থী নিয়ে নার্সিং কলেজটি স্থাপিত হয়। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩৬৬ জন। অনুষ্ঠানের ফাঁকে ফাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিস্মিপাল সিস্টার মেরী রানী, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, মতিউল আলম, কলেজের শিক্ষকমন্ডলীগণ।

 

 

Post a Comment

0 Comments