স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন , নির্বাচনী গণসংযোগ এবং রোড-শো আলাদা কোনো বিষয় নয়। মহান স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বর্ণাঢ্য ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহের একটি রিসোর্টে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে এবং গণতন্ত্রের যাত্রাকে সারাদেশে ছড়িয়ে দিতে বিএনপি টানা ১৬ দিনব্যাপী রোড-শো কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি ।
মো. শরীফুল আলম আরও বলেন, বিজয়ের মাসেই এমন কর্মসূচি গ্রহণ করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান। সর্বাত্মক ঐক্য ও প্রচেষ্টায় এই কর্মসূচি সফল হবে বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন। সভায় জানানো হয়, আগামী ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাট থেকে রোড-শো শুরু হয়ে ১৬ ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে। এর মধ্যে ৬ ডিসেম্বর ময়মনসিংহ থেকে বগুড়ার উদ্দেশ্যে রোড-শো দলের যাত্রা শুরু করবে। এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রস্তুতি সভায় আরও জানানো হয়, দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি বক্তব্য দেবেন ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহাবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দলীয় প্রার্থী শহীদুল কবীর তালুকদার শামীম, ডা. আনোয়ারুল হক, ডা. প্রিয়াঙ্কা, প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মামুন বাবু, ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু এবং ময়মনসিংহ বিভাগের ৩৩টি আসনের মনোনীত প্রার্থীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

0 Comments