Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে ছোট ভাই হত্যা মামলার আসামি ভাই ভাবি কে গ্রেফতার


 


স্টাফ রিপোর্টার ঃ  

ময়মনসিংহ শম্ভুগঞ্জে  আজহারুল ইসলাম চুন্নু হত্যা মামলার আসামি বড় ভাই ও ভাবি কে বুধবার সন্ধায় গ্রেফতার করেছে  হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ডিসিষ্ট আজহারুল ইসলাম চুন্নু (৩২) এর ভাই ভাবি লোহার রড, লাঠিসোঠা দিয়া আজহারুল ইসলাম চুন্নু (৩২)-কে গুরুতর আঘাত করে। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬.১৫ ঘটিকায় ডিসিষ্ট আজহারুল ইসলাম চুন্নু (৩২) মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনার বিষয়ে ডিসিষ্ট এর স্ত্রী তানজিলা আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৯৯, তারিখ-২৪/১০/২০২৫ খ্রিঃ,ধারা-৪৪৭/৩২৫/৩২৬/ ৩০৭/৩০২ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।

ডিসিষ্ট আজহারুল ইসলাম চুন্নু (৩২) আসামি মাজহারুল ইসলাম সুমন (৩৬) আপন সহোদর ভাই এবং আসামি মোছাঃ জান্নাত আক্তার (২৪) ডিসিষ্ট এর আপন ভাবি। মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মহোদয়ের নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), ময়মনসিংহের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। কিশোরগঞ্জ ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া গত ০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ অপরাহ্নে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন কদমতলী এলাকা হতে পলাতক আসামি ১। মোঃ মাজহারুল ইসলাম সুমন (৩৬), পিতা-মোঃ হযরত আলী ড্রাইভার, মাতা-মোছাঃ উম্মে কুলসুম, ২। মোছাঃ জান্নাত আক্তার (২৪), স্বামী-মোঃ মাজহারুল ইসলাম সুমন, পিতা-মোঃ পান্না ফকির, মাতা-মোছাঃ রেনুয়ারা বেগম, উভয় সাং-রঘুরামপুর শম্ভুগঞ্জ মোড় ৩৩নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদ্বয় বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।  ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বৃদ্ধি পেয়েছে

 

Post a Comment

0 Comments