স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ০৬ (ছয়) সদস্য গ্রেফতার করেছে র্যাব ১৪ মযমনসিংহ । ১৪ ডিসিম্বর রাতে নগরের দাপুনিয়া থেকে অস্ত্র সহ গ্রেফতার করা হয় ।
র্যাব জানায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক
দল ১৪ ডিসেম্বর ২০২৫খ্রিঃ
রাত অনুমান০২:০০ ঘটিকায় ময়মনসিংহ
জেলার কোতোয়ালী থানাধীন দাপুনিয়া বাজারস্থ খেজুরতলা মোড়ে আনান কেটিনেট র্ফামের কারখানা এর সামনে ফুলবাড়ীয়া
হতে ময়মনসিংহ গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালীন ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারটিকে সিগনাল দিয়ে থামাই। কারের ড্রাইভার সহ অন্যান্য যাত্রীদেরকে
তাদের ব্যাগের মধ্যে কি আছে জানতে
চাইলে তারা ইতস্তত বোধ করে এবং অসংলগ্ন কথাবার্তা বলে। তাদের কথাবার্তায় সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজনের সামনে তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা
সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে এবং তাদের সাথে দেশীয় অস্ত্র-সস্ত্র আছে বলে জানান। পরর্বতীতে তাদের দেহ ও গাড়ী তল্লাশী
করে ০৩টি চাপাতি, একটি লোহার ছুরি, ০১টি হাতুরি ও অন্যান্য সরজাদিসহ
ডাকাত সদস্য ১। আব্দুল হালিম
(৫০), ২। জাকির হোসেন
(২১), ৩। জালাল উদ্দিন
(৫০), ৪। মোঃ আলম
মিয়া (৪০), ৫। মোঃ আল
আমিন (৩০), সর্বজেলা-ময়মনসিংহ এবং ৬। মোঃ শফিকুল
ইসলাম (২৭), থানা-সোনাতলা, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করত সক্ষম হয়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আলামতসহ আসামী হস্তান্তর করা হয়েছে।

0 Comments