৩১ ডিসেম্বর ২০২৫ এর শেষ বিকেল ও শেষ ক্ষণে ২০২৬ গ্রেগরি নববর্ষের বরণ উপলক্ষ্যে ৩য় বারের মতো আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম। স্থানঃ আন্দার বন্ধ মাঠ, ময়মনসিংহ। আন্তর্জাতিকভাবে সরকারি ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়ে আসছে গ্রেগরি ক্যালেণ্ডার।ফলে বাংলাদেশ সহ প্রায় সব দেশেই এই ক্যালেন্ডার প্রচলিত। এরই ধারাবাহিকতায় ঢোলাদিয়া, গলগণ্ডা,বালুরঘাট এর সংস্কৃতিবান কিশোর ছেলেরা এই খেলাধূলার আয়োজন করে। এদের এই নির্মল সাংস্কৃতিক কার্যক্রমে পরামর্শ দিয়ে সহায়তা করেছেনঃ- জনাব মোঃ মাসুম মিয়া (ব্যবসায়ী), জনাব মোঃ আরিফ মিয়া,জনাব মোঃ রাসেল মিয়া (ব্যবসায়ী) প্রমুখ। খেলা পরিচালনা কমিটির আহবায়ক মোঃ রিফাত মিয়া (শিক্ষার্থী) এর নেতৃত্বে আরো ছিলেনঃ- মোঃ নাজমুল হক,আল-আমীন, সামি,লিমন,আবিদ,মেহেদী, সিফাত,জাহিদ, রিয়ান,শান্ত এরা সকলেই বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী। ঘোষণা মঞ্চে দায়িত্ব পালন করেছেঃ মোঃ সজিব মিয়া,মোঃ রুবেল মিয়া,মোঃ ইমন মিয়া ও মোঃ রাহাত সকলেই বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী। সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনায় মাঠে দায়িত্ব পালন করেছেঃ- মোঃ রিফাত,রিয়াদ,জুবাইদ,ইফাত,মিতুল,মামুন সকলেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী।
খেলার বিভিন্ন ইভেন্ট ছেলেদের জন্য ঃ জোড়া কাঁধে বেলুন,ঘোড়া দৌড়,বাদর লেজ,চকলেট দৌড়। মেয়েদের জন্য ঃ বিস্কুট দৌড়,পুকুর পাড়,চেয়ার আসন,মুরগির ফাঁদ ইত্যাদি।সবার জন্য কবিতা আবৃত্তি, যেমন খুশি তেমন সাজো,নৃত্য ইত্যাদি। বিশেষ খেলা ছিল ঃ কলা গাছে উঠা,হাঁড়ি ভাঙ্গা, হাঁস ধরা ইত্যাদি। সবশেষে তাদের বিশেষ আয়োজন ছিল র্্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার টেলিভিশন সহ ছিল বিশটি আকর্ষণীয় পুরস্কার। খেলার বিভিন্ন ইভেন্ট সহ যাবতীয় কার্যক্রমে বিচারক এর দায়িত্ব পালন করেছেন এলাকার সম্মানিত মুরুব্বিয়ান।
আমি যখন আয়োজনস্থলে ছিলাম তখন অতিথির আসনে আসীন সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেনঃ জনাব মোঃ চাঁন মিয়া ফকির (শিক্ষক, গবেষক, প্রাবন্ধিক) জনাব মোঃ আব্দুস ছালাম (সম্মানিত ঠিকাদার বিদ্যুৎ) জনাব মোঃ মুসা মিয়া,জনাব মোঃ এরশাদ মিয়া প্রমুখ।

0 Comments