Header Ads Widget

Responsive Advertisement

বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন কবি আবদুল হান্নান ইউজেটিক্স


 

নিজস্ব প্রতিবেদক

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেগম রোকেয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করেছেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক গীতিকার ও সংগঠক আবদুল হান্নান ইউজেটিক্স। গত ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিনা সুলতানা শিউলি। সাধারণ সম্পাদক মো.মোমেন ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের সহকারি অধ্যাপক স্থপতি লতিফা সুলতানা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-
মাহমুদুল হাসান নিজামী কবি, গবেষক ও প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় কবিতা মঞ্চ।​আলোকিত অতিথি পীরজাদা শহিদুল হারুন বিশিষ্ট অভিনেতা ও সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়। প্রধান আলোচক মর্তূজা শরীফুল ইসলাম অতিরিক্ত কর কমিশনার, এনবিআর। অধ্যক্ষ দীপনন্দ বিশিষ্ট শিক্ষাবিদ।​লায়ন জেবিন সুলতানা কান্তা সহ-সভাপতি অপরাধ কল্যাণ সংস্থা। এছাড়াও সবুজ রায়, জিতেন্দ্র লাল বড়ুয়া ও ফজলুল হক পলাশসহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বহুমুখী প্রতিভার অধিকারী কবি আব্দুল হান্নান ইউজেটিক্স ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের কৃতি সন্তান। বর্তমানে তিনি সিলেটের বিশ্বনাথের হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক (গণিত) হিসেবে কর্মরত। শিক্ষকতায় শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসেবে তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এবং ২০২৪-এ বিশ্বনাথ উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক’ নির্বাচিত হন।

​সম্মাননার ঝুলিতে তার ​সাহিত্য ও কর্মজীবনে এটিই প্রথম স্বীকৃতি নয়। এর আগেও তিনি দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য প্রাপ্তির মধ্যে রয়েছে- ​বিশ্বসাহিত্য সম্মাননা (কলকাতা, ভারত), মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড, বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড, কাজী নজরুল ইসলাম ও সুকুমার রায় সম্মাননা, ​জাতীয় সাহিত্য পদক (কাব্যকথা সাহিত্য পরিষদ), কবি জসীমউদ্দীন কবিতা পুরস্কার, সিলেট সাহিত্য পুরস্কার,সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার। 

​উল্লেখ্য, আবদুল হান্নান ইউজেটিক্স একাধারে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার এবং দীর্ঘ সময় সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। বর্তমানেও তিনি নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও গান রচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে নান্দাইল ও বিশ্বনাথের সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

0 Comments