Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে কমরেড সিরাজ সিকদারের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালন



বিশেষ প্রতিনিধি:  আজ (০২ জানুয়ারি ২০২৫) ময়মনসিংহে কমরেড সিরাজ সিকদারের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে  নয়াগণতান্ত্রিক গণমোর্চা ময়মনসিংহ আঞ্চলিক শাখা। এ উপলক্ষ্যে আজ বিকালে মিছিল ও নগরীর কৃষ্ণচূড়া চত্বরে  সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তি সমাবেশে গণমোর্চার আঞ্চলিক শাখার সভাপতি আবুবকর সিদ্দিক রুমেলের সভাপতিত্বে ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক সজিব আকন্দের পরিচালনায়  বক্তব্য রাখেন গণমোর্চার কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক শাখার সহ-সভাপতি ইলিয়াছ হাবির, বিপ্লবী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি শেখ আবেদ আলী, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা ও ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি এডভোকেট হারুন অর রশিদ,গণমোর্চা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনি, সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সংগঠক পাভেল মাহমুদ, আকাশ সরকার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সিরাজ সিকদারসহ বিপ্লবী নেতারা জনগণের দেশি-বিদেশ শত্রুদের উচ্ছেদ করে শোষণ-বৈষম্যহীন সমাজব্যবস্থা সমাজতন্ত্র-কমিউনিজম প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য বিপ্লবী সংগ্রাম গড়তে চেয়েছিলেন। শাসকশ্রেণী তাদের গনবিরোধী শাসনব্যবস্থা রক্ষা করতেই অসংখ্য বিপ্লবী নেতা-কর্মীদের হত্যা করেছে। এবং বিপ্লবী-গণতান্ত্রিক শক্তির উপর দমন-পীড়ন অব্যাহত রেখেছে।

বক্তারা আরোও বলেন, বিপ্লবী রাজনীতির ভিত্তিতে জনগণের শক্তিশালী সংগঠন না থাকায় সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তে আরেক দালালগোষ্ঠি রাষ্ট্রক্ষমতা দখল করে। ৫ আগষ্ট পরবর্তী ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারও এর বাইরে না। এরা চট্রগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। মুখে ভারতবিরোধীতা করলেও ভারতের সাথে গোপন চুক্তি বাতিল করেনি। তারা হাসিনা ফ্যাসিবাদী সরকারের মতই শ্রমিক কৃষক আদিবাসীদের উপর নির্যাতন-নিপীড়ন করছে। তৌহিদী জনতার নামে মব সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে।

বক্তারা শাসকশ্রেণির ক্ষমতা ভাগাভাগির সংস্কার ও নির্বাচন প্রত্যাখান করে শ্রমিক-কৃষক-জনগণের সরকার, সংবিধান ও রাষ্ট্র কায়েমের নয়াগণতান্ত্রিক বিপ্লব গড়ে তোলার আহবান জানান।

সমাবেশের আগে কমরেড সিরাজ সিকদার ও বিপ্লবী নেতাদের ছবি, লাল পতাকা, ফেস্টুন সম্বলিত একটি সুসজ্জিত মিছিল সমাবেশস্থল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
 

Post a Comment

0 Comments