স্টাফ রিপোর্টার ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬ সফল করতে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে ময়মনসিংহ-৪ সদর আসনের গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভোটকেন্দ্র পরিদর্শন ও জনগণকে গণভোট সম্পর্কে বুধবার দিন ব্যাপী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয় ।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন তিনি বলেন জনসাধারণ যাতে আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে গণভোট দেয় সে জন্য ময়মনসিংহ সদর আসনে ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনিরুল হক ফারুক রেজা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন ১৪৭ বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিজিল্যান্স টিমের অন্যান্য কর্মকর্তারা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। উপজেলাবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই জন্য এই প্রচারণা। যাতে প্রতিটি ভোটার গণভোটের উদ্দেশ্য, বুঝতে সক্ষম হয় সে জন্য সকল মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন।

0 Comments