স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের আন্ত: বিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজ ১২ জানুয়ারী বিকালে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাসিরাবাদ কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী। ফাইনাল খেলাটি হিসাব বিজ্ঞান বিভাগ বনাম বাংলা বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হিসাব বিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করেন। খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরবাদ কলেজ শাখা ছাত্রদল। ফাইনাল খেলায় কলেজের সকল শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

0 Comments