প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

 

 

জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব সংবাদদাতা : জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকার জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সকালে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি মুহাম্মদ আব্দুল কদ্দুছ।

ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন)-১ সদস্য, বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ও সাধারণ সম্পাদক, এ্যাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাপ্টার কৃষিবিদ ড. এ.কে.এম. মাহবুবুর রশীদ গোলাপ।

এছাড়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ম্যানেজিং কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ইলেকট্রনিকস্, প্রিন্ট মিডিয়াবৃন্দ ও প্রাক্তণ ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানকে আনন্দঘন পরিবেশ করে তুলেছেন।

 

Post a Comment

0 Comments