Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে ট্রেন অবরোধ করে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ


 

 চরকা রিপোর্ট ঃ

ময়মনসিংহে পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির সংস্কারের দাবিতে রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-বাকৃবির জব্বারের মোড় এলাকায় ট্রেন অবরোধ করে বিক্ষোব বাকৃবির করছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ এপ্রিল) রাত পৌনে ৯টায় ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি বাকৃবির জব্বারের মোড় এলাকায় পৌঁছালে বাকৃবির শিক্ষার্থীরা  পিএসসির সংস্কা দাবিতে স্লোগান দেন। ট্রেনটি অবরোধ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী আলী হোসেন জানান, পিএসসি সংস্কার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন রত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নেমেছেন। আন্দোলনে অংশ হিসেবে ট্রেন অবরোধ করা হয়েছে।

ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার নাজমুল আলম জানান, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার পর শিক্ষার্থীরা ট্রেনটি অবরোধ করেন।

ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আন্দোলন কারী শিক্ষার্থীদের বুঝিয়ে শুনে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা মেনে নিয়ে আন্দোলন তুলে নেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments