Header Ads Widget

Responsive Advertisement

ডিবির অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন গ্রেফতার-০৫।


 

চরকা ডেস্ক ঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক তিনটি অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন সহ ৫ জনকে গ্রেফতার করেছে ।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ১০নং হবিরবাড়ি ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের জামিরদিয়া মাষ্টারবাড়ি মনির স্টোর মুদির দোকানের সামনে ঢাকা-ময়মনসিংহগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপরে হইতে ২৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ০২.৩৫ ঘটিকায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রবিউল ইসলাম (২৫), ২। মোঃ আনারুল ইসলাম (২৮), উভয় পিতা-মোঃ রমজান আলী, মাতা মৃতঃ আনজুয়ারা বেগম, সাং-কর্নপুর, পোঃ মোঘলহাট, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট এ/পি টংগী মিলগেট মুজিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া, থানা-টংগী, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) আবু বকর সিদ্দিক ইমরান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কৃষ্টপুর সাকিনস্থ বাঘমারা রেল গেইট সংলগ্ন রাস্তার দক্ষিন পাশে রেলওয়ের খোলা জায়গায় হইতে ২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ২০.০০ ঘটিকায় ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সিরাজ (৫২), পিতা-মৃত মন্তা আলী, মাতা-মোছাঃ জোসনা খাতুন, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৭ টি মামলা আছে।

অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের নির্দেশে এসআই(নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন মুক্তাগাছা উপজেলা পোষ্ট অফিস এর সামনে হইতে ২৪ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১৭.৪০ ঘটিকায় ১৫০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আবু তাহের (৩৬), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মোছাঃ জরিনা বেগম, সাং-কটারবাড়ী, ২। মোঃ মনিরুল ইসলাম (৩০), পিতা-মোঃ মজিবুর রহমান, মাতা-মোছাঃ মনোয়ারা খাতুন, সাং-সুবর্ণখিলা, উভয় থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উদ্ধারকৃত ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও ১৫০ টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৫ জন আসামীর বিরুদ্ধে ভালুকা, কোতোয়ালী ও মুক্তাগাছা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

Post a Comment

0 Comments