আশরাফ হিমেল
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বিতরণে উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। বুধবার সকালে গৌরীপুর নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক মিয়া, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আব্দুল মালিক, গৌরীপুর প্রেসক্লাবে সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সভাপতি মোঃ ফারুক আহাম্মদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হীরা নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক প্রমুখ।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৌরীপুর পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ২১ থেকে ২৫ মে গৌরীপুর পৌরসভার ৯টি ওয়ার্ড নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে, ২৬ থেকে ৩০ মে ২ নম্বর গৌরীপুর সদর ইউনিয়নের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ৩১ মে থেকে ৪ জুন ১ নম্বর মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে, ১৫ জুন থেকে ১৯ জুন সিধলা ইউনিয়নের বালিজুড়ী উচ্চ বিদ্যালয়ে, ২০ থেকে ২৪ জুন মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভুটিয়ারকোণা আদর্শ উচ্চ বিদ্যালয়ে, ২৫ থেকে ২৬ জুন সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয়ে, ৩০ জুন থেকে ৪ জুলাই অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, ৫ জুলাই থেকে ১০ জুলাই বোকাইনগর ইউনিয়নে বেতন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ১১ থেকে ১৬ জুলাই রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ে, ১৭ থেকে ২১ জুলাই ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা উচ্চ বিদ্যালয় ও ডৌহাখলা ইউনিয়ন পরিষদের, ২২ থেকে ২৫ জুলাই ভাংনামারী ইউনিয়নের অনন্তগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাংনামারী ইউনিয়ন পরিষদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
এ সময় পূর্বের জাতীয় পরিচয়পত্র বা পরিচয়পত্রের নম্বর সাথে নিয়ে আসতে হবে। এছাড়াও যারা নির্ধারিত তারিখ উপস্থিত থাকতে পারবেন না, তারা গৌরীপুর নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন, জানালেন নির্বাচন কর্মকর্তা।
0 Comments