ফুলপুর প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মোহন কলেজ বাসের সাথে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
বুধবার (২১ মে) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ফুলপুর ব্রাক অফিস সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ ঘটনায় শিক্ষার্থীসহ চালক ও হেলপারও আহত হয়েছে। আনন্দ মোহন কলেজের গাড়ী (ময়মনসিংহ-স-১১-০০৪৬) চালক ইব্রাহিম বলেন, আমি ফুলপুর বাসস্ট্যান্ড থেকে ৮ টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহের দিকে রওনা হই। ব্রাক অফিসের সামনে আসলে সামনে চেয়ে দেখি একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম - ১১-৫৯৫৯) এলোমেলো ভাবে অর্থাৎ একবার ডানে আরেক বার বামে করে চলছে দেখে গাড়ীতে থাকা ছাত্র-ছাত্রীদেরকে বললে তারা একসাথে হইচই শুরু করে। দেখতে দেখতে ভ্যানটি আমার গাড়ীতে ধাক্কা মারে। আমি কোন উপায় না পেয়ে বাসটি রাস্তার বাম সাইডে নামিয়ে দেই। আমার গাড়ীতে ভ্যানটি আঘাত করে ডান পাশে খাদে পড়ে যায়। আমি আমার পায়ে আঘাত পেয়েছি।
পরে খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমানের নেতৃত্বে একদল দমকলকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের সবার বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। কাভার্ড ভ্যানের হেলপার রাজু ও ড্রাইভার গুরত্বর আহত হয়েছে। ভ্যানটিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর আধা ঘণ্টা রাস্তা বন্ধ থাকে।
উল্লেখ্য যে, এখানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ উক্ত এলাকাটিকে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং একটি সাইনবোর্ড দিয়েছে রাস্তার পার্শ্বে।

0 Comments