প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ মেডিকেলে পরিক্ষায় ধরা পড়ছে করোনা, আলাদা ওয়ার্ড চালু

 


চরকা ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিক্ষা শুরু হয়েছে। ১০ জুন থেকে শুরু হওয়া করোনা পরিক্ষায় ২৬ জনের মধ্যে জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।

করোনার জন্য আলাদা ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

আবারও চোখ রাঙাচ্ছে করোনাভাইরাস। তার প্রভাব পড়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। করোনা পরীক্ষা করাতে রোগীরা হাসপাতালে আসতে শুরু করেছেন। এতে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 অ্যান্টিজেন্ট পরীক্ষার জন্য হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও করোনা পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান দেশকালনিউজকে জানান, অ্যান্টিজেন্ট পরীক্ষায় করোনা পজেটিভ আসা পাঁচজন রোগী আমাদের পরামর্শে বর্তমানে তাদের বাসায় আইশোলেশনে রয়েছেন। দুদিন আগে করোনা রোগীদের জন্য হাসপাতালের নতুন ভবনের আটতলায় ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে এখন পর্যন্ত ওয়ার্ডে কোনো করোনা রোগী ভর্তি নেই।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী রোগীদের মাস্ক পরা নিশ্চিত করাসহ রোগী তাদের স্বজনদের সচেতন করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের সচিব মো. রফিকুল ইসলাম জানান, আমাদের কিট সংকট ছিল। কিট সরবরাহের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছিলাম। শনিবার মেডিকেল কলেজে ৩০০ হাসপাতালে আরও ৬০০ কিট সরবরাহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজিয়া হক  বলেন, রোববার (১৫ জুন) আরটি পিসিআর ল্যাবে চারজন সোমবার সাতজনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে কারও করোনা শনাক্ত হয়নি।


Post a Comment

0 Comments