Header Ads Widget

Responsive Advertisement

ত্রিশালে ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা


ত্রিশাল প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে ইটভাটার পাশ থেকে হাফিজুল ইসলাম রনি (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে হত্যা করা হয়েছে বলে স্থানীয় লোকজন ধারণা করছে।

 সোমবার (১৬ জুন)  সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে রনির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে। কিছুদিন পরে রনির বিদেশে যাওয়ার কথা ছিল বলে বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে,  রোববার রাত ১০টার দিকে রনি কানারঘাট বাজার থেকে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা তুলে তাঁর বাবাকে দেন। বাবার হাতে টাকা তুলে দেওয়ার পর রনি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন আজ সোমবার সকালে তাঁর রক্তাক্ত লাশ ইটভাটার পাশে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রনির রক্তাক্ত লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে রক্তমাখা ইটের টুকরা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

পরিবারের সদস্যরা বলছেন, বিকাশে থাকা আরও অর্থ কেড়ে নেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটতে পারে। রনির সঙ্গে থাকা মোবাইল ফোনটি খুঁজে পাওয়া যায়নি।

নিহতের বড় বোন সুমা আক্তার বলেন, ‘আমার ভাই রোববার রাত ১০টার দিকে বিকাশ থেকে টাকা তুলে বাবাকে দেয়। এরপর সে বন্ধুদের সঙ্গে ছিল। সকালে শুনি, সে আর বেঁচে নেই। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

রনির বাবা আব্দুল কাদের বলেন, ‘আমার বড় ছেলে সৌদি আরব থেকে রনির বিকাশে টাকা পাঠিয়েছিল। সেখান থেকে সে আমাকে ২৫ হাজার টাকা দিয়ে বাজার থেকে বাড়িতে পাঠিয়ে দেয়। আরও কিছু টাকা তার কাছে ছিল। আমার ছেলেটা কয়েক দিন পরেই বিদেশ চলে যেত। সব প্রস্তুতি শেষ হয়েছিল। সংসারের সব কাজ এই ছেলেটা করত। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।

ওসি বলেন, ‘রনির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে, আমরা খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনব। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে

Post a Comment

0 Comments