Header Ads Widget

Responsive Advertisement

বাকৃবিতে নবীন শিক্ষকদের 'টিচিং-লার্নিং এপ্রোচেস' শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত।




চরকা ডেস্ক ঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)এর তত্ত্বাবধানে ' টিচিং-লার্নিং এপ্রোচেস'  শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।২৯জুন ২০২৫, রবিবার সকাল .৩০ টায় জিটিআই  শ্রেণিকক্ষে আয়োজিত উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর . কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর . জি.এম. মুজিবর রহমান মাৎসবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর . মো: রফিকুল ইসলাম সরদার। জিটিআই পরিচালক প্রফেসর . মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর . বেনতুল মাওয়া। এছাড়াও বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ . মো: হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর . জোয়ার্দার ফারুক আহমেদ,সোনালী দলের সভাপতি প্রফেসর . মো: আলী রেজা ফারুক, পরিকল্পনা উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর . মো: মোশাররফ উদ্দীন ভূঞা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর . কে ফজলুল হক  ভূঁইয়া উপস্থিত প্রশিক্ষনার্থী  শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকতা একটি সংবেদনশীল মহান পেশা, আপনারা অনেক কিছু করতে পারেন আবার অনেক কিছুই করতে পারেন না।আপনাদের সাথে জড়িয়ে আছে বাকৃবির সুনাম,সৌন্দর্য ইত্যাদি।  তিনি সকল নবীন শিক্ষকদের উদ্দেশ্যে ক্লাসের বাইরেও অতিরিক্ত কমপক্ষে ঘন্টা পড়াশোনার পরামর্শ দিয়ে তাদের পেশাগত জীবনে সময়োপযোগীতা, নিয়মানুবর্তিতা এবং পাঠদানের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দেয়ার আহবান জানান।

উল্লেখ্য , দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  ৩০জন নবীন শিক্ষক  অংশগ্রহণ করেন 


 

Post a Comment

0 Comments