চরকা ডেস্ক ঃনগরের পাটগুদাম এলাকা থেকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা,ডিবির অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭জন কে গ্রেফতার করেছে
পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) অংকন সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ সাকিনস্থ জয় বাংলা চত্ত্বর সংলগ্নের দক্ষিণ পাশে পাঁকা রাস্তার উপর হইতে ০১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২১.০০ ঘটিকায় ৬১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৩৮), পিতা মৃতঃ রমজান আলী, মাতা মৃতঃ রমিজা খাতুন, সাং-শস্যমালা, ২। খোকন চন্দ্র রায় (৩৫), পিতা মৃতঃ সুধীর চন্দ্র রায়, মাতা-মৃতঃ সন্ধ্যা রাণী রায়, সাং-সেহড়া ধোপাখলা (রুটিওয়ালা পাড়া), ৩। রকন হাসান (২৪), পিতা-মৃতঃ জাফর আলী ওরফে আবু মিয়া, মাতা-রুনা বেগম, সাং-কৃষ্টপুর দক্ষিণপাড়া, ৪। মোঃ জনি (৪০), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-রিনা বেগম, সাং-৩১আর. কে মিশন রোড ছত্রিশবাড়ী কলোনী বাইলেন সেলিমের বাড়ীর ভাড়াটিয়া, ৫। রনি বনিক (৩১), পিতা মৃতঃ প্রসন্ন বনিক, মাতা-মৃতঃ বানী রাণী, সাং-গোহাইলকান্দি পূর্ব মীরবাড়ীর সাথে, ৬। মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল (৪৫), পিতা মৃতঃ নাসির উদ্দিন খান, মাতা-মোছাঃ বেগম, সাং-৫১/এর হামিদ উদ্দিন রোড কাঁচিঝুলি, ০৩নং ওয়ার্ড সিটি কর্পোরেশন,৭। মাজহারুল ইসলাম নীরব (২২), পিতা-মাসুদ রানা, মাতা-বিথি বেগম, সাং-চামড়া গুদাম পূরবী সিনেমা হলের পাশে, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, ছিনাতাই ও অন্যান্য মামলা আছে।
উদ্ধারকৃত ৬১ গ্রাম হেরোইন উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৭ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
0 Comments