প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ বাজেট ঘোষণা



ষ্টাফ রিপোর্টার:আশরাফ হিমেল
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সোমবার (৩০জুন/২০২৫) ২০২৫-২৬ অর্থ বছরের ৫২কোটি ৬২লাখ ৭১হাজার ৪১১টাকার বাজেট ঘোষণা করেন। ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪লাখ ৩৫হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত্ব ধরা হয়েছে ১ কোটি ৮লাখ ৩৬হাজার ৪১১টাকা। 
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, পৌরসভার জলাবদ্ধতা নিরসন, আবর্জনামুক্ত শহর ও পৌর শহরের বৈদ্যুতিক লাইট স্থাপনসহ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও অবৈধ খাল উদ্ধার, পৌর শহরে নর্দমা পরিস্কার, মশক নিধন, বৃক্ষরোপন করা হবে। তিনি আরও জানান, পৌর শহরে নতুন বাজেটে নতুন করারোপ করা হয়নি। তবে পৌর শহরে একটি জরীপ কার্যক্রম চলমান রয়েছে, সরকার নির্ধারিত ফিস অনুযায়ী তখন কর নির্ধারণ করা হবে।

Post a Comment

0 Comments