চরকা ডেস্ক ঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি, ময়মনসিংহ কর্তৃক চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী মোঃ মাসুদ রানা (৩৫) কে গাজীপুর হতে গ্রেফতার করা হয়েছে এবং বিজ্ঞ আদলতে আসামী মাসুদ রানা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে ।
ডিবি জানায় একাধিক বার মাদক বিক্রয়ে বাঁধা নিষেধ করায় গত ইং ২৪/০৯/২০২৫ তারিখ রাত অনুমান ১০.০০ টার সময় আলমগীর হোসেনকে কাজের কথা বলিয়া তার বাড়ী হইতে মাসুদ রানা ডাক দিয়া নিয়া যায়। বাড়ীতে না আসার কারণে ভিকটিমের আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিয়া না পাইয়া নান্দাইল মডেল থানায় আলমগীর হোসেন এর মা আনোয়ারা বেগম ছেলের নিখোঁজ সংক্রান্তে একটি সাধারন ডায়েরী করেন। যাহার জিডি নং-১১৮০, তাং-২৫/০৮/২০২৫ খ্রিঃ। গত ইং ২৭/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় বাদীর ২য় ছেলে শাহ আলম দুর্গন্ধ পাইয়া নান্দাইল থানাধীন সংগ্রামকেলী নতুন বাজারে আতাবুর রহমান এর মিস্টির দোকানঘরের পিছনে জঙ্গল সংলগ্ন কলাগাছের ঝোপের পাশে গিয়ে মাটিচাপা দেওয়া প্লাস্টিকের বস্তা দেখিয়া মাটি খুঁড়ে বাহির করিয়া বস্তা ছিড়ে আলমগীর এর লাশ দেখিতে পায়। এই সংক্রান্তে ভিকটিমের মা বাদী হইয়া নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করিলে নান্দাইল মডেল থানার মামলা নং-১৫, তারিখ-২৮/০৯/২০২৫ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু হয়।
পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং মোহাম্মদ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), ময়মনসিংহ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করিয়া গাজীপুর জেলার গাজীপুর সদর থানাধীন বাঘের বাজার স্কুল রোড এলাকা হইতে গত ২৯/০৯/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকায় হত্যাকারী মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে অদ্য ইং ৩০/০৯/২০২৫ তারিখ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৯নং আমলী আদালতে সোর্পদ করা হলে, আসামী মাসুদ রানা লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ভিকটিম আলমগীর হোসেন বিগত ৪/৫ বছর বিদেশে থাকিয়া আনুমানিক ৮/৯ মাস পূর্বে দেশে আসে এবং দেশে আসার পর কৃষিকাজ করিত। ধৃত আসামীসহ অন্যান্য আসামীরা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক এবং ধৃত আসামী এলাকায় মাদক বিক্রয় করিয়া এলাকার যুব সমাজদেরকে নষ্টের দিকে ধাবিত করিতেছিল। ভিকটিম আলমগীর হোসেন ধৃত আসামী সহ অন্যান্য আসামীদের এহেন কর্মকান্ডে বিভিন্ন সময় প্রতিবাদ করিত এবং এলাকায় মাদক বিক্রয়ে বাঁধা নিষেধ করিত। এই নিয়া ধৃত আসামীসহ অন্যান্য সকল আসামীগন ভিকটিমকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত। গত আনুমানিক ১৫/১৬ দিন পূর্বে সকল আসামীগন বাদীর বড় ছেলে আলমগীরকে ধরিয়া নিয়া বাদীর বাড়ী হইতে আনুমানিক ০২ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত "বাগাইল" বিলপাড়ে নির্জন জায়গায় নিয়া মারধর করে এবং পুনরায় প্রতিবাদ করিলে বাদীর ছেলেকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করে। উক্ত বিষয়টি এবং ১৫ জন আসামীদের নাম-ঠিকানা বাদীর ছেলে আলমগীর হোসেন বাদীকেসহ বাদীর পরিবারের সদস্যদেরকে জানায়। এরই জের ধরিয়া ধৃত আসামীসহ অন্যান আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে ২৪/০৯/২০২৫ খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকার পর হইতে ২৭/০৯/২০২৫ খ্রিঃ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় ভিকটিম আলমগীর হোসনকে খুন করিয়া বস্তার ভিতর ভরিয়া মাটিচাপা দিয়ে লাশ গুম করিয়া ফেলে।
0 Comments