স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ শহরের বদরের মোড় এস আর পার্সেলে পুলিশ অভিযান চালিয়ে ৪ লক্ষাধিক টাকা মূল্যের ১০৮ পিস ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করেছে, আটক-১
২ অক্টোবর ২০২৫ ইং তারিখ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের দিক নির্দেশনায় এস আই মোঃ সোহেল রানা তার টিমসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে শহরের আরকে মিশন রোডস্থ বদরের মোড়স্থ এস আর পার্সেল লিমিটেড হতে ১০৮ পিস ভারতীয় অবৈধ কম্বল উদ্ধার করেছে।
অভিযানকালে পুলিশ ভারতীয় চোরাই কম্বল জব্দ করে ৩ নং পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে এবং মোহাম্মদ রাকিবুল ইসলাম শান্ত নামের একজনকে আটক করেছে।জানাগেছে জব্দকৃত কম্বলের মূল্য ৪ লক্ষাধিক টাকা।ধারণা করা হচ্ছে এর সাথে একটি বিশাল চোরাই সিন্ডিকেট সদস্য জড়িত রয়েছে।
0 Comments