প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন



চরকা ডেস্ক ঃ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি), ময়মনসিংহ-এ “বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ” শীর্ষক ৩২তম কোর্সের উদ্বোধন ২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  ভাইস-চ্যান্সেলর(ভারপ্রাপ্ত)প্রফেসর ড. জি.এম.মুজিবুর রহমান,ডিন কৃষি অনুষদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা  প্রফেসর ড. মো. শহীদুল হক।
জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুল মাওয়া।
এছাড়াও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির,প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম এবং বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান।  
উল্লেখ্য, ২৭জুলাই থেকে শুরু হয়ে  ২৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য ৩৩ দিনের এই প্রশিক্ষণে ১৮ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।

Post a Comment

0 Comments