চরকা রির্পোটঃ
ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা কৃষকের সন্তান। ময়মনসিংহ হচ্ছে কৃষক আন্দোলনের সূতিকাগার। আমরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কোন চাকুরি পাই না। এজন্য আমরা গত বছর জুলাইয়ে আন্দোলন করে ফ্যসিস্ট সরকারের পতন ঘটিয়েছি। ময়মনসিংহ বিভাগে জুলাই আন্দোলনে ৪১ জন জীবন দিয়েছেন। জুলাই আন্দোলনে ময়মনসিংহ উত্তাল ছিলো। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে বেশি অবহেলিত। ময়মনসিংহের যারা গার্মেন্সে চাকুরী করে, আন্দোলনের সময় তারা ঢাকা গাজীপুরে ছাত্রদের পাশাপাশি থেকে বুক পেতে গুলি খেয়েছেন। তাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বৈরাচারের হাত থেকে আমরা মুক্ত করেছি। তাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, আমরা তা হতে দিব না। আমরা পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে চাই। আমরা নিরপেক্ষ বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ চাই।
দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বলেন যারা চাঁদাবাজি করবেন তাদের আমাদের দলে দরকার নাই। দলে ধান্ধাবাজ, চাঁদাবাজদের দরকার নাই। আমাদের লাখ লাখ নেতাকর্মীর দরকার নাই। আমরা আগে ঘর ঠিক করতে চাই। দলকে শক্তিশালী করতে চাই।
ময়মনসিংহে এনসিপির নেতৃবৃন্দরা আরো বলেন বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে জুলাই শহীদদের আত্মার শান্তি পাবে । গণজমায়েতে দলটির জেলা শাখার প্রধান সমন্বয়নকারী জাবেদ রাসিনের সভপাতিত্বে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, ডা: তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী , সামান্তা শারসিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারি ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী এটিএম. মাহাবুবুল হক, সদস্য আশিকুর রহমান, তারিক হাসানসহ জেলা এনসিপির নেতৃবৃন্দ।
এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে এসেন গণজমায়েত মঞ্চে উপস্থিত হয়। এ সময় শহীদ পরিবারের সদস্য এবং আহতরা জুলাই যোদ্ধারা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।
সোমবার বিকালে বৃষ্টিকে উপেক্ষা করে ময়মনসিংহ টাউন হল চত্বরে নেতাকর্মীরা সমবেত হয়। সেখান পদযাত্রা শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ সাগর চত্বরে যায় সেখানে পুষ্পস্তবক অপর্ন শেষে সিকে ঘোষ রোড, গাঙ্গিনারপাড় হয়ে টাউন হল চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম ।
0 Comments