স্টাফরিপোর্টার ঃ
ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক আলেকজান্ডার ক্যাসল (লোহার কুটির) সংরক্ষণ ও সংস্কারের দাবিতে বুধবার দুপুরে লোহার কুটির সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ ।
মানববন্ধনে বক্তারা বলেন ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম আলেকজান্ডার ক্যাসল বা লোহার কুটির। এই নগরীতে আসা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, লর্ড কার্জনসহ ইতিহাসখ্যাত পৃথিবীর বহু গুণীজন ভবনটিতে পা রেখেছিলেন। এখনো পর্যটক কিংবা ইতিহাস সন্ধানী মানুষ স্থাপনাটি দেখতে আসেন। লোহা দিয়ে তৈরি ভবনটির চোখ-ধাঁধানো নির্মাণশৈলী এখনো অনেককে বিস্মিত করে।
তবে বহু বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় স্থাপনাটি দিন দিন ধ্বংস হওয়ার পথে এগোচ্ছে। অথচ এই স্থাপনাটি ২০১৮ সালেই প্রতœতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণের জন্য গেজেটভুক্ত করে। কিন্তু আজ পর্যন্ত এখানে কোনো সংস্কারকাজ শুরু হয়নি। দ্বিতল ভবনের প্রথম তলায় বর্তমানে টিচার্স (পুরুষ) ট্রেনিং কলেজের পাঠাগার আছে। কলেজ কর্তৃপক্ষ বলছে, তারাও চায় দ্রæত এটি সংস্কার হোক। সংস্কারের উদ্যোগ নেওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে ঘর থেকে বইপত্র সরিয়ে নেবে। তাই কাল বিলম্ব না করে ইতিহাসের শাক্ষী লোহার কুটির টি সংস্কার করে সংরক্ষণ করা হোক। মানববন্ধনে কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নিয়ামুল কবির সজলের উপস্থাপনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ও গবেষক স্বপন ধর ,চিত্র শিল্পী ফারুক আহমেদ প্রমূখ
0 Comments