Header Ads Widget

Responsive Advertisement

‘জুলাই স্মারক গ্রন্থ’ উন্মোচন


 

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে জুলাই স্মৃতি সংসদ-এর আয়োজনেজুলাই স্মারক গ্রন্থউন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর ঐতিহাসিক টাউন হলের জুলাই চত্বর মুক্ত মঞ্চে ইতিহাস, আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামকে প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই গ্রন্থের উন্মোচন করা হয়।

জুলাই স্মৃতি সংসদের সভাপতি কামরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার সোহরোয়ার্দী হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক সাহসী রক্তাক্ত প্রতিরোধের অধ্যায়। একদিকে রাষ্ট্রীয় দমন-পীড়ন, অন্যদিকে তরুণদের প্রাণপণ সংগ্রামের মধ্যে দিয়ে জন্ম নেয় এক নতুন চেতনার সূচনা। শহীদরা শুধু একেকজন মানুষ ছিলেন না, তারা হয়ে উঠেছিলেন মুক্তচিন্তা, স্বাধীনতা গণতন্ত্রের প্রতীক। অথচ এতদিন এই অধ্যায়ের সঠিক মূল্যায়ন হয়নি। বিকৃত ইতিহাসের আড়ালে চাপা পড়ে ছিল সত্য। সেই অবহেলিত অধ্যায়কে তুলে ধরতেই স্মারক গ্রন্থ প্রকাশ একটি সাহসী উদ্যোগ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান আসাদ, শহীদ মাহিনের বাবা জামিল হোসেনসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

Post a Comment

0 Comments