প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ডিবির পৃথক দুটি অভিযানে ২৯ গ্রাম হেরোইন ও ১০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৪।


 

চরকা ডেস্ক ঃ জেলা গোয়েন্দা শাখা,ডিবি ময়মনসিংহ এর পৃথক দুটি অভিযানে ২৯ গ্রাম হেরোইন ও ১০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৪।

 পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন লেংরা বাজার সাকিনস্থ মুক্তাগাছা টু টাঙ্গাইল রোড সংলগ্ন ব্রাক অফিসের সামনে পাঁকা রাস্তার পাশে হইতে ২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ২২ গ্রাম হেরোইন ও ১০০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ সালাউদ্দিন (৩৮), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-ছাহারা বেগম, সাং-পাড়াটঙ্গী, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।

পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন গোষ্ঠা শস্যমালা সাকিনস্থ মৃত হামিদুল ইসলাম এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২১ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২০.১৫ ঘটিকায় ০৭ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামী ১। আবু কালাম (৩৮), পিতা-আব্দুল বারেক, মাতা-মর্জিনা খাতুন, সাং-উজান বাড়েরা, ২। মোঃ স্বপন (২২), পিতা-আবু তাহের, মাতা-শমেলা বেগম, মোঃ আনারুল ইসলাম (২৬), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-আনোয়ারা বেগম, উভয় সাং-গোষ্ঠা শস্যমালা কোনাপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

 

উদ্ধারকৃত ২৯ গ্রাম হেরোইন ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও মুক্তাগাছা থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments