Header Ads Widget

Responsive Advertisement

ময়ননসিংহে ছুরিকাঘাতে যুবক নিহত


স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফ মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ( জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ মিয়া একই এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। তিনি একই এলাকার সুরুজ আলী ছেলে।

নিহতের পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, গত জুন রাতে আরিফের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা একটি মোবাইল ফোন রেখে দেন সাগর। ঘটনার দুদিন পর পরিবারের লোকেরা আরিফকে নিয়ে সাগরের বাড়িতে গেলে সেখানে আরিফকে ছুরিকাঘাত করে সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন আরিফ।

রোববার সন্ধ্যায় নিয়ে সাগরের সঙ্গে আরিফের আবারও বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান।

নিহতের ভাতিজা দিদার বলেন, সাগর আরিফের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছিল। কিন্তু এর আগেই আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হলো। সাগর পেশাদার ছিনতাইকারী ইয়াবা কারবারি। তার নামে তিনটি হত্যা মামলা রয়েছে। আরিফের পরিবারও মামলার প্রস্তুতি নিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 


 

Post a Comment

0 Comments