Header Ads Widget

Responsive Advertisement

কোতোয়ালীর ওসি শিবিরুলের ইসলামের নেতৃত্বে ১০ দিনে ১৫০ এর অধিক গ্রেফতার


সাজ্জাদ/ মাসুম

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম  থানায় যোগদানের পর নগরের আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসছে বলে নগরবাসী জানাচ্ছেন । গত ১০ দিনের কোতোয়ালী মডেল থানার সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইকারী মাদক ব্যবসায়ী চোর গরু চোর মাদক সেবী প্রতারক স্টেশন হাসপাতালে চেইন চোর ডেবিল হান্ট ডেবিভ ডাকাত সন্ত্রাসী,চাঁদাবাজসহ ১৫০ জনের অধিক গ্রেফতার করেছেন। গত ২৪ জুন সন্ধায় থানায় ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অপরাধ দমনে মাঠে কাজ শুরু করেন।
ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে কোতোয়াালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন জহিরুল ইসলাম (৩২), রুবেল মিয়া (২৮) ও সোহেল রানা (৩০)। তারা নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন এবং পূর্বে নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ শিবিরুল ইসলাম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে চরপাড়া কপিক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মুখোশ ও রশি উদ্ধার করা হয়েছে।” আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন 
ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নগরীর কৃষ্টপুর, পাটগুদাম, কেওয়াটখালী এবং দুলদুল ক্যাম্প এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিক-নির্দেশনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম ও থানার সঙ্গীয় ফোর্স নিয়েগত শনিবার সন্ধ্যায় পাটগুদাম ব্রিজ মোড় হাজী কাশেম আলী কলেজের পেছন থেকে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী আল-আমিনকে আটক গ্রেফতার করেছে। সে একাধিক মামলার আসামি এবং চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী।ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অপরাধ নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তিনি স্পষ্টভাবে ঘোষণা দেন,সমাজে কোনো চুরি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কেওয়াটখালী এলাকায় অনুষ্ঠিত হয় বিট পুলিশিং সমাবেশে ।  প্রধান অতিথির বক্তব্যে ওসি শিবিরুল ইসলাম বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, সাইবার ক্রাইম ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোতোয়ালী থানা পুলিশ। যারা এসব অপরাধে জড়িত কিংবা পর্দার আড়ালে সহযোগিতা করছে, তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অপরাধীরা সমাজের অল্প সংখ্যক মানুষ হলেও তারা বড় ক্ষতির কারণ। জনগণ সচেতন হলে এবং পুলিশকে সহায়তা করলে এদের প্রতিহত করা কঠিন কিছু নই। সমাবেশে কোতোয়ালী মডেল থানার এএসআই হুমায়ুন কবিরসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
 ময়মনসিংহ শহরকে অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে। ময়মনসিংহবাসীর কাছে তার প্রত্যাশা নগরীর শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে অপরাধ ও অপরাধী নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Post a Comment

0 Comments