চরকা ডেস্ক ঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৩৮৮২৯.০০ লক্ষ টাকার বাজেট অত্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধিবেশনে গত ৩০জুন ২০২৫, সোমবার অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য প্রণীত চাহিদা বাজেটে ৪৫৮২৬.৬৯ লক্ষ টাকা প্রদর্শন করা হলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) কর্তৃক এটার বিপরীতে ৩৮৮২৯.০০ লক্ষ টাকার সিলিং নির্ধারণ করে দেয়া হয়েছে। কমিশন কর্তৃক নির্ধারিত সিলিং-এর মধ্যেই বাজেট রিকাস্ট করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এর সভাপতিত্বে গত ৩০ জুন ২০২৫ অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে বাকৃবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির ২০২৪-২০২৫ অর্থ বছরের সংশোধিত রিকাস্ট বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করেন।
উল্লেখ্য ২০২৪-২০২৫ অর্থ বছরের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরে ৭.৭১% বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ।বাজেটে ২০২৫-২৬ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রাখার লক্ষ্যে পরবর্তীতে সংশোধিত রিকাস্ট বাজেট প্রণয়নকালে বিশ্ববিদ্যালয়ের বাস্তব চাহিদা অনুযায়ী বরাদ্দ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ রাখা হয়েছে ।

0 Comments