প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গৌরীপুরে কচুক্ষেত হতে বুদ্ধিপ্রতিবন্দী হোসনে আরার লা-শ উদ্ধার

 

আশরাফ হিমেল (স্টাফ রিপোর্টার)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নে হোসনে আরা খাতুন (৩৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্দীর লাশ পাওয়া গেছে। বুধবার ( জুলাই/২৫) ইউনিয়নের কাউলাটিয়া কবিরাজবাড়ি এলাকার এক কচুক্ষেত থেকে সেই যুবতীর লা- উদ্ধার করে পুলিশ। তিনি একই গ্রামের মৃত আব্দুল গণির কন্যা।

লা- উদ্ধারের বিষয়টি নিশ্চিত গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো.দিদারুল ইসলাম। তিনি জানান, ধারণা করা হচ্ছে কলাগাছের ডাউগা দিয়ে গলা ফাঁ' লাগিয়ে শ্বা''রুদ্ধ করে তাকে -ত্যা করা হয়েছে। ঘটনায় মা মলা দায়েরের প্রস্তুতি চলছে।

নি/হতের মা রাবেয়া খাতুন জানান, তার মেয়ে ৩টার দিকে বাসা থেকে বেড়িয়ে যায়। তার মানসিক সমস্যা ছিলো। তাকে কেনো এভাবে /ত্যা করা হয়েছে। ঘটনার বিচার চাই। বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহিদ জানান, মেয়েটি সহজ-সরল ছিলো। মানসিক সমস্যা থাকলেও সে কাউকে বিরক্ত করতো না। -ত্যা'কাণ্ডে জড়িতদের বিচার চাই। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফ জানান, মেয়েটি তার বাড়ির প্রতিবেশি। সে ভালো ছিলো। তাকে যারা নি'র্ম'মভাবে -ত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শা'স্তি  করছি।

Post a Comment

0 Comments