প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন

 

চরকা রিপোর্ট ঃ

পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরতে ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বৃক্ষমেলা ২০২৫।

বুধবার বিকাল চারটায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার আখতার উল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম। তার নেতৃত্বে আয়োজিত মেলার মাধ্যমে পরিবেশবান্ধব জীবনযাত্রা, নগরায়নের ভারসাম্য, বনজ সম্পদের সঠিক ব্যবহার এবং বৃক্ষের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, “গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ বিপর্যয়ের সময়ে বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষমেলা শুধু মেলা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের প্ল্যাটফর্ম।

বিশেষ অতিথি পুলিশ সুপার আখতার উল আলম বলেন, “গাছের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে প্রতিটি মানুষকে গাছ লাগাতে হবে এবং তার যত্ন নিতে হবে।

উপস্থিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর মাধ্যম। মেলার মাধ্যমে নাগরিকদের মাঝে বৃক্ষপ্রেম পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, কৃষি বিভাগ, বন বিভাগ, নার্সারি মালিক, পরিবেশ সংগঠক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে অতিথিরা মেলায় স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আগামী এক সপ্তাহব্যাপী চলবে এই বৃক্ষমেলা। মেলায় ফলদ, বনজ, ঔষধি সৌন্দর্যবর্ধক গাছের শতাধিক প্রজাতির চারা প্রদর্শন বিক্রির ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পরিবেশ বিষয়ক কুইজ, গাছ চেনা প্রতিযোগিতা, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলাটি শহরের নাগরিকদের জন্য এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে

 

 

Post a Comment

0 Comments