প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গফরগাঁওয়ে খাদ্য বান্ধব কর্মসচীর কার্ড বিতরণে টাকার নেয়ার ঘটনায় দুইজন বরখাস্ত

 


গফরগাঁও প্রতিনিধি ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন কার্ডে ৫০০ পুরাতন কার্ডে ২০০ টাকা করে নিয়ে বিতরনের ঘটনায় জেলা খাদ্য অফিস দুজনকে সাময়িক বরখাস্ত করেছে। বরখাস্তকৃতরা হলেন খাদ্য পরিদর্শক রুমানা আক্তার নিরাপত্তা  প্রহরী সুফিয়া বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের। তিনি জানান ঘটনায় তিনি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের সামনে গত ২৭ জুলাই  সকাল থেকেই শত শত মানুষ জড়ো হন কার্ড নেওয়ার জন্য। ১৫ টি ইউনিয়নে ৪১ ডিলারের মাধ্যমে ২৬ হাজার   ২৭ কার্ডের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ করা হয়।

কার্ডধারীদের কার্ড কারও কার্ড পুরনো ছেঁড়া, কেউ আবার হারিয়ে ফেলেছেন। কিন্তু সরকার বিনা মূল্যে এই কার্ড দেওয়ার কথা থাকলেও বাস্তবে কার্ড পেতে তাদের দিতে হচ্ছে নগদ টাকা।

স্থানীয়দের অভিযোগ, অফিসের ভেতরেই বসে নতুন কার্ড নিতে দিতে হয়েছে ৫০০ পুরাতন কার্ডে দিতে হয়েছে ২০০ টাকা করে। এই টাকা নেন  উপজেলা খাদ্য পরিদর্শক রুমানা আক্তার নিরাপত্তা প্রহরী সুফিয়া বেগম। এই কার্ডের মাধ্যমে একজন উপকারভোগী প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে থাকেন। গফরগাঁও উপজেলার ৪১ ডিলার অফিসের  দুই জন মিলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। 

গফরগাঁও  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারুক পাশের রুমে থাকলেও   সবকিছু জেনেও না জানার অভিনয় করেন খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে গফরগাঁও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ফারক মোবাইলে বিষয়টি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই অফিসের সামনে তো কত কিছুই হয়, খোঁজ নিয়ে দেখতে হবে। তাছাড়া আমি ভালুকায় কর্মরত  গফরগাঁও   উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করি। ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল কাদের জানান, "টাকার বিনিময়ে কার্ড বিতরণের  ঘটনায় প্রাথমিভাবে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


Post a Comment

0 Comments