স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পুরাকীর্তি সমূহ সুরক্ষার লক্ষ্যে নাগরিক দায়বদ্ধতা থেকে 'পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল' নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষ্যে ০১ আগস্ট ২০২৫ বিকাল ০৫ ঘটিকায় নগরীর মালগুদাম এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহানের সভাপতিত্বে এবং সংস্কৃতিজন ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পুরাকীর্তি বিশেষজ্ঞ স্বপন ধর, নাগরিক ব্যক্তিত্ব আব্দুল কাদের চৌধুরী মুন্না, কবি সরকার আজিজ, কবি আফতাফ আহমেদ মাহবুব, শিক্ষক মো: চাঁন মিয়া ফকির, সাবেক ছাত্রনেতা গোলাম ফারুক লিটন, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সংস্কৃতিজন মো: নুর আলী চিশতি, সংস্কৃতিজন মোহাম্মদ মাসুদ চিশতি, সংস্কৃতিজন মো: রেজাউল ইসলাম, ছাত্রনেতা মো: আরিফুল হাসান, ছাত্রনেতা তানজিল হোসেন মুণিম, ছাত্রনেতা চিত্রণ ভট্টাচার্য প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পুরাকীর্তি জাতির ক্রমবিকাশের চাক্ষুষ ইতিহাস। যার মাধ্যমে প্রজন্ম জাতির ক্রমবিকাশের ইতিহাস সমন্ধে জ্ঞান লাভ করে। বাংরাদেশের রয়েছে পুরাকীর্তির ভান্ডার। যার একটি উল্লেখ্য ভান্ডার রয়েছে ময়মনসিংহ অঞ্চলে। কিন্তুু দু:খজনক সত্য হলো, যথাযথ সংরক্ষণের অভাবে আজ অতি মূল্যবান পুরাকীর্তি সমূহের অবস্থা জীর্ণশীর্ণ। সরকারীভাবে প্রয়োজন দৃশ্যমান কোন যথাযথ তদারকি নেই বললেই চলে। অনেক পুরাকীর্তি সরকারী ও বেসরকারীভাবে বিলীন ও বেহাত হয়ে গিয়েছে। এ অবস্থায় চলতে থাকলে দিনদিন পুরাকীর্তির ভান্ডার কমে যাবে। এভাবে চলতে দেয়া যায় না। তাই ময়মনসিংহ অঞ্চলের অতি মূল্যবান পুরাকীর্তি সমূহ রক্ষা করে প্রজন্মের সামনে দৃশ্যমান রাখার জন্য নাগরিক দায়বদ্ধতা থেকে 'পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল' এর আত্মপ্রকাশ ঘটেছে। সভায় পুরাকীর্তি সুরক্ষার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে সচেতন মানুষদেরকে এ সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদাত্ত আহবান জানানো হয়।
0 Comments