প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে ৭৮১ পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি


চরকা রিপোর্ট ঃ
  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা
শুরু হবে কয়েক দিন পরেই।  এবছর ময়মনসিংহ জেলায় ৭৮১টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। এ উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে চলছে শেষ মুহুর্তে প্রস্তুতি।
আকাশে সাদা মেষ আর শুভ্র কাশবন জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের বার্তা। ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যে দিয়ে শুরু হবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গো পুজোর আনুষ্ঠানিকতা। সময় ঘনিয়ে আসায় ময়মনসিংহের প্রতিটা মন্দিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরীতে ব্যস্থ সময় পাড় করছে কারিগররা।
প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। তবে এবছর প্রতিমা তৈরীর উপকরনের দাম বেশি ও পারিশ্রমিক কম হওয়ায় হতাশ কারিগররা।
দিন রাত কাজ করে কারিগররা শেষ করছেন প্রতীমা তৈরীর কাজ। প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। মন্দির গুলোতে চলছে ডেকোরেশনের কাজ। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতীমা তৈরীতে মাটি, খড়, বাঁশসহ বিভিন্ন উপকরনের দাম বেড়ে যাওয়ায় লোকসানে মহাজনরা। আর কাঙ্খিত পারিশ্রমিক না পেয়ে হতাশ কারিগররা।
পূজা উৎযাপন পরিষদ ময়মনসিংহ শাখার যুগ্ম সম্পাদক শংকর সাহা সুষ্ঠু ভাবে পুজো সম্পন্ন করার জন্য প্রতিটি মন্ডপে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান। তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা করা হবে।
ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, পূজা মন্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হবে। এবারের পূজোয় নিরাপত্তায় মোতায়েন থাকবে এক হাজার পুলিশ সদস্য। এছাড়াও পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার সদস্যরা দূর্গাপূজায় দায়িত্ব পালন করবেন।
 

Post a Comment

0 Comments