প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে-এমরান সালেহ প্রিন্স


 
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি

 বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতি সচেতন থেকে গড়ে উঠতে হবে। সেই সঙ্গে দেশপ্রেম ও জাতীগতবোধে জাগ্রত থেকে ৭১ এবং ২৪ এর চেতনায় সাম্য, মানবিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র বড় বড় ডিগ্রী বা ভালো রেজাল্ট নয়, শিক্ষার পাশপাশি মানবিকতা, ধর্ম ও সংস্কৃতির আলোয় আলোকিত হয়ে দেশ গড়তে হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের এসসসি ও সমমানের পরীক্ষায় জিপি- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, তরুণ প্রজন্মকে রাজনীতি বিমুখ নয়, রাজনীতি সচেতন হয়ে গড়ে উঠতে হবে। তবে বিগত দিনে রাজনীতির নামে দুর্নীতি, লুটপাট, দমন, নিপিড়নের কারণে রাজনীতিকে ধ্বংসের অনুসঙ্গ মনে করছে অনেকেই। অথচ রাজনীতি হচ্ছে সমাজকল্যাণ এবং দেশপ্রেমের সর্বোচ্চ প্লাটফর্ম। কিন্তু এই প্লাটফরম অপব্যবহার করে বিগত সময়ে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। এ কারণে তাদের শুধু পতনই হয় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
এ সময় উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফূল্লাহেল মাজে বাবু’র আয়োজনে মাজেদ বাবু ফাউন্ডেশনের ব্যানারে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে ২০৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, বই ও বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রকৌশলী লুৎফূল্লাহেল মাজে বাবু’র সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সৈয়দ হাসিবুল হাসান চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম আহবায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরীফ আবেদীন জায়েদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও কৃতি শিক্ষার্থীরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এদিকে অনুষ্ঠান শুরুর আগে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের পদাচারণায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। এ সময় ফুলেল শুভেচ্ছা শেষে করতালি, হাসি, আনন্দ আর উচ্ছাসে প্রাণবন্ত হয়ে উঠে মিলনায়তন।

Post a Comment

0 Comments