প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ জেলা প্রশাসক

 

স্টাফ রিপোর্টার ঃ 

"সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ" এই শ্লোগান ধারণ করে ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ত্রান মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা,ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক সচেতনা মূলক মহড়া সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দুর্যোগে মোকাবিলা প্রস্তুতি নিয়ে বলেন দুর্যোগের ঝুঁকি কমাতে বিভিন্ন দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করা, যেমন বেড়ি বাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং বনায়ন গড়া সহ দুর্যোগের আগে প্রস্তুতি নিতে জরুরি পরিকল্পনা তৈরি করা এবং সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।  এসময় জেলা প্রশাসক জানান-ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত দুই দশকে দেশে ১৮৫টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী। তিনি আরো বলেন- ‘আগাম পূর্বাভাস প্রস্তুতির কারণে বন্যা ঘূর্ণিঝড়ে প্রাণহানি ক্ষয়ক্ষতি অনেক কমে এসেছে। তবে দুর্যোগের ধরন প্রকৃতি প্রতিনিয়ত বদলে যাচ্ছে। ভূমিকম্প, বজ্রপাত মানবসৃষ্ট দুর্যোগ এখন নতুন উদ্বেগের কারণ হয়ে উঠছে। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এখন সময়ের দাবী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হারায়রা,জেলা ত্রান পূর্ণবাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, ফায়ার ব্রিগেড ময়মনসিংহ বিভাগীয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুসুদ্দি,ফায়ার ব্রিগেড ময়মনসিংহ সদরের স্টেশন অফিসার জুলহাস উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ডিআইও - জসিম উদ্দিন,প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া,জেলা ত্রাণ পূর্নবাসন কার্যালয়ের প্রধান সহকারী আলমগীর হোসেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,অভিভাবক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

 

Post a Comment

0 Comments