চরকা ডেস্ক ঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ জেলা পর্যায়ে গার্ল গাইডস ও স্কাউট সদস্যদের জন্য দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।
আজ ৭ অক্টোবর ২০২৫ শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় আজ অনুষ্ঠিত হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ক জেলা পর্যায়ের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা, যেখানে অংশ নেন গার্ল গাইডস ও বাংলাদেশ স্কাউটস-এর যুব স্বেচ্ছাসেবীরা।
শিল্পাচার্য জয়নুল আবেদীন ভিআইপি মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহ-এ অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন
জনাব মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব ফায়জুল হক, মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর আকরাম উদ্দীন আইনন্যার, পরিচালক, জেলা তথ্য অফিস, ময়মনসিংহ।
এই ওরিয়েন্টেশন কর্মশালার মূল উদ্দেশ্য ছিল যুব স্বেচ্ছাসেবীদের টাইফয়েড টিকাদান বিষয়ে সচেতনতা, দক্ষতা ও কার্যকর বার্তা প্রচারের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যেন তারা নিজ নিজ এলাকায় এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা টাইফয়েড প্রতিরোধ, টিকাদান কর্মসূচির গুরুত্ব, সঠিক বার্তা প্রদান ও কমিউনিটি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ, এবং
আয়োজনে ছিল জেলা তথ্য অফিস, ময়মনসিংহ,গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0 Comments