Header Ads Widget

Responsive Advertisement

চট্রগ্রামে সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন


 


চরকা ডেস্ক ঃ 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ময়মনসিংহের সাংবাদিকেরা।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ আয়োজনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারী সাংবাদিকরা। হামলাকারী সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতেরও দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন জেলার সাংবাদিক নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  সাংবাদিক নেতা মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জ্বল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রকিবুল হাসান রুবেল গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্রসাংবাদিক পারভেজসহ এখন টিভির গাড়িচালক। তারা স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে বের হয়েছিলেন। জঙ্গল সলিমপুরে পৌঁছানোর পর কয়েকটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা দুর্বৃত্তরা অতর্কিত দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। এ সময় তারা ওই সাংবাদিকদের বেধড়ক মারধর করে ও ক্যামেরা ভাঙচুর করে। পাশাপাশি সাংবাদিকদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলার নেতৃত্ব দেন শুক্কুর নামে স্থানীয় এক ব্যক্তি। তবে হামলার ঘটনায় পুলিশ কোনো অভিযানে যায়নি বা কাউকে গ্রেপ্তার করেনি।

Post a Comment

0 Comments