স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ প্রশাসনের যৌথ উদ্যেগে নগরের রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ টি গাড়ি অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় ।
ময়মনসিংহ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে রবিবার পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার রহমতপুর বাইপাস নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ লংঘন করার ৪ টি গাড়িকে মোট ৯,০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরহাদ উদ্দিন ও নাজিয়া নুর লিয়া অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। তারা জানায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 Comments