প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ থেকে ১৪ বিদেশীমদ সহ মাদক কারবারী গ্রেফতার


স্টাফ রিপোর্টার  ঃ ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে আজ রবিবার বিকালে  ১৪ (চৌদ্দ) বোতল বিদেশী মদসহ ০১ (এক) মাদক কারবারী গ্রেফতার করেছে র‌্যাব ১৪ ।

সিপিএসসি, ্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ অক্টোবর ২০২৫খ্রিঃ অনুমান ১৫:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কেওয়াটখালী রেলক্রসিং এর পশ্চিমে ময়মনসিংহ হতে ঢাকাগামী প্রধান সড়কের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা সোনার বাংলা পরিবহন বাসে যাত্রীদের ব্যাগ অন্যান্য মালামাল তল্লাশীকালে ধৃত মাদক কারবারি এরশাদ আলম (২৮), জেলা-শেরপুর এর নিকট ব্যাগ দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে ব্যাগের ভিতর হতে ১৪ (চৌদ্দ) বোতল বিদেশী মদ এবং ০১(এক) টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ,২৫,০০০/- (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা।
ধৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামত সহ তাকে ময়মনসিংহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


 

Post a Comment

0 Comments