প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে ওয়াহাব আকন্দ


 


স্টাফ রিপোর্টার  

 বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহ সদর-৪ সংসদ সদস্য প্রার্থী  ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এর আবু ওয়াহাব আকন্দ এর নেতৃত্বে নগরীর  গত ৮ থেকে ১৭ অক্টোবর, ২০২৫ পর্যন্ত ময়মনসিংহ নগরীর ৭, ৮, ১৪ ও ৩২ নং ওয়ার্ডসহ রেলওয়ে চত্বর, চরখরিচা বাজার, চুরখাই বাজার, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড় ও জয়নুল আবেদীন উদ্যান এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও জনসভা পরিচালনা করেন তিনি। লিফলেট বিতরণ করার সময় বলেন পিআর পদ্ধতি দেশের জনগণ বোঝে না। কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে গুটি কয়েক রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণার নামে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশের জনগণ তাদের এই কর্মসূচিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে যে কথা বলেছেন, যে বিষয়গুলো তুলে এনেছেন- সেটিকে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী বলে মনে করছে দলটি। বিএনপি নেতার অভিমত, তারেক রহমানের মার্জিত বক্তব্যে আমাদের অনেক শেখার আছে। বিভিন্ন বিষয়ে তার দেয়া বক্তব্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলেও দাবি তাদের। এতে আমরাও অনেক প্রেরণা পাচ্ছি তিনি আরো বলেন  বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের আবির্ভাব শুধু একজন নেতার উত্থান নয়-এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক উত্তরাধিকার ও বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্বের এক জীবন্ত ধারাবাহিকতা। পারিবারিক ঐতিহ্যের মহিমা, দূরদৃষ্টিসম্পন্ন রাজনৈতিক চিন্তা এবং নবপ্রজন্মের নেতৃত্বের মেলবন্ধনে তিনি হয়ে উঠেছেন বিএনপির পুনর্জাগরণের প্রতীক-এক জীবন্ত অধ্যায়; যিনি প্রমাণ করেন, তারেক রহমান কেবল ইতিহাসের অংশ নন, তিনি আজও জীবন্ত এক প্রেরণা। প্রায় দেড় যুগ ধরে প্রবাসে থেকেও তিনি বিএনপিকে সংগঠিত রেখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমননীতির মধ্যে নেতা-কর্মীদের সাহস জুগিয়েছেন এবং দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আগুন জ্বালিয়ে রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি এখন এক নতুন রূপে আত্মপ্রকাশ করছে-সংঘাত নয়, কৌশল ও সংগঠনের শক্তিতে। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ কোতোয়ালি  বিভিন্ন এলাকা  মানুষের কাছে পৌছে দিচ্ছেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।

প্রখর রোদ, ক্লান্ত শরীর আর নানা বাধা উপেক্ষা করেও মানুষের মাঝে ছুটে যাচ্ছেন তিনি। তারেক রহমানের স্বপ্নের নতুন রাষ্ট্র কাঠামো ও ন্যায়ের বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিতে,  প্রতিটি মোড়, প্রতিটি বাজার, প্রতিটি মানুষের কাছে তিনি তুলে ধরছেন জনগণের অধিকার ও পরিবর্তনের প্রতিশ্রæতি।

আবু ওয়াহাব আকন্দের এই নিরলস প্রচারণা শুধু রাজনীতি নয় এক অবিরাম জনযাত্রা, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য। ময়মনসিংহ জানে, ৩১ দফা কোনো কাগুজে প্রতিশ্রæতি নয়, বরং এক নতুন বাংলাদেশের ভিত্তি। আর সেই পথের সম্মুখসারিতে রয়েছেন জননেতা আবু ওয়াহাব আকন্দ, যিনি নিজের ঘাম আর পরিশ্রমে জাগিয়ে তুলছেন আশা

এসব এলাকায় গণসংযোগ ও জনসভা করেন বিএনপি এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, বিএনপি নেতা রফিকুল আলম শামীম, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, বিএনপি নেতা খোকা মেম্বার, সাইদুর রহমান, আলমগীর হোসেন সহ কোতোয়ালি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।  ৩১ দফার মধ্যে অন্যতম হলো, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায়

সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতি মূলক রাষ্ট্রব্যবস্থা,আইনসভা,মন্ত্রীসভা,রাষ্ট্রপ্রতি,প্রধানমন্ত্রী,বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যস্থার সংস্কার,মিডিয়া কমিশন গটন করে তথ্য ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা,ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান,কৃষকদের কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, যুগোপযোগী পরিকল্পনা নীতিমালা প্রনয়ণ ও বাস্তবায়ন,সার্বজনীন চিকিৎসা সেবা বাস্তবায়ন সহ আরও নানা জনকল্যাণমূলক উদ্যোগ। আবু ওয়াহাব আকন্দ পথ পথসভা করে স্থানীয় জনগণের হাতে হাতে প্রচারপত্র (লিফলেট) পৌঁছে দেন  এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন , এই কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন।

 

 

Post a Comment

0 Comments