চরকা রিপোর্ট ঃ
ময়মনসিংহে কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় সংলগ্ন অলকা নদী বাংলা কমপ্লেক্সের মোবাইল দোকান জিরো পয়েন্ট বাইসেল এক্সচেঞ্জ-এ ১৮ জুন দোকানের শার্টারের তালা কেটে ১৪৩ টি বিভিন্ন ব্রান্ড ও বিভিন্ন মূল্যের স্মার্ট মোবাইল ফোন, এবং নগদ ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরির মোট বাজারমূল্য ধরা হয়েছিল ৫৫ লাখ টাকা। বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে দোষ স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার তদন্ত করা হয়। ময়মনসিংহ পুলিশ সুপার-এর তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম) এবং ডিবি ময়মনসিংহের একটি চৌকস টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার মোঃ বাদশা চৌধুরী (২৬), কুমিল্লা জেলার মোঃ শাহিন (২৫) ও মোঃ আবুল খায়ের (২৭)। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মোঃ বাদশা চৌধুরী ১৬৪ ধারা মোতাবেক আদালতে জবানবন্দি দেন এবং চুরির সম্পূর্ণ কৌশল স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, অপর জড়িত আসামীদের গ্রেফতার ও আলামত উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

0 Comments