চরকা রিপোর্ট ঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং ময়মনসিংহ -৪ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান ইমরুল নির্বাচনী পথসভায় বলেন কাজের শেষে রাস্ট্রের টাকা বৃদ্ধি পেলে রাষ্ট্রের কোষাগারে জমা হবে এ নজির স্থাপন করবে জামায়াতে ইসলাম । গত ৫৪ বছরে টাকা ছাড়া চাকরি হয়েছে এরকম নজির নেই বললে চলে । রাষ্ট্র অমুক কোটা তমুক কোটা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করেছে । আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ময়মনসিংহ প্রতিদিনই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন । ময়মনসিংহে সদরের মধ্যদাপুনিয়া ঘাগড়া, কেওয়াটখালি এলাকা পথসভায় এসব কথা বলেন ।
মাওলানা কামরুল আহসান ইমরুল আরো বলেন সরকারি কাজগুলো প্রজেক্ট মনে না করে সেবা হিসেবে দৃষ্ঠান্ত স্থাপন করবো আমরা জনগনের সেবা করতে চাই । তিনি আরো বলেন যারা আমাদের কে নিয়ে ৫৪ বছরে রাজনীতি করেছে প্রজেক্ট খুলে ব্যবসা করেছে জনগণ কে ঠকিয়েছে তাদের ব্যবসা বন্ধ করতে হবে সেই ব্যবসা বন্ধ করার জন্য জামায়াতের পাশে থাকার আহবান জানান
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ০৮ ওয়ার্ড, দাপুনিয়া সাংগঠনিক থানার উদ্যোগে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিকক্যাণ ফেডারেশন, ময়মনসিংহ মহানগর, সভাপতি, ওয়ালিউল্লাহ মুজাহিদ আমীর, ডা. দেলোয়ার হোসেন দাপুনিয়া সাংগঠনিক থানা সাবেক ছাত্র নেতা ও ঢাকাস্থ ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেক্রেটারি, একেএম মনিরুজ্জামান , ময়মনসিংহ মহানগর ওলামা বিভাগ সাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান দাপুনিয়া সাংগঠনিক থানা সেক্রেটারি মো: শহিদুল ইসলাম সাবেক ছাত্র নেতা কাউসারুজ্জামান ঘাগড়া দাখিল মাদরাসা, সুপার দেলোয়ার হোসেন শিবলি কর্মপরিষদ সদস্য, দাপুনিয়া সাংগঠনিক থানা কর্মপরিষদ সদস্য,আ: রাজ্জাক সভাপতি, শ্রমিকক্যাণ ফেডারেশন,দাপুনিয়া- সভাপতি ,লুৎফর রহমান আর-ও উপস্থিত ছিলেন. আবুল মনসুর, ০৮ ওয়ার্ড,দাপুনিয়া ইউনিয়ন, সভাপতি আবুল মনসুর,, আব্দুর রউফ, ০৭ ওয়ার্ড,দাপুনিয়া ইউনিয়ন সভাপতি,,শফিকউজ্জামান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৮ ওয়ার্ড, দাপুনিয়া ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি আবুল হাসেম । করেন।গণসংযোগকালে কামরুল আহসান ইমরুল ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান।
0 Comments